দিরিপোর্ট প্রতিবেদক : তরুণদের সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এখনও আমাদের বোধ উদয় হচ্ছে না কেন? কোথায় সেই তরুণ, কোথায় সেই যুবক- তারা জেগে উঠছে না কেন? তারা এই সরকারের পদলেহন কারীদের বিরুদ্ধে সেচ্চার হচ্ছে না কেন?’

শনিবার বিকেলে রাজধানীর হোটেল পূর্বানীতে এমবিএ এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) আয়োজিত ‘দি পলিটিক্যাল থট অব তারেক রহমান’বইয়ের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এখনও বোধ উদয় হচ্ছে না। আমরা তিমিরে চলে যাচ্ছি। সকল পেশাজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককে আহ্বান জানাবো রাজপথে আসুন। প্রতিবাদে সোচ্চার হউন, তা না হলে দেশ থাকবে না। গণতন্ত্র থাকবে না।’

সরকার বৈধ নয়, তাদের সরকার পরিচালনা করার নৈতিক অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতি মুহুর্তে মানুষকে হত্যা করা হচ্ছে। গ্রেফতার করা হচ্ছে। সমাবেশ করতে দেয়া হচ্ছে না। এই হলো বাংলাদেশের গণতন্ত্র, শেখ হাসিনার গণতন্ত্র!’

তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ ভুলে গেছে। তারা লেবেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করার শপথ নিয়েছে কিন্তু তারা তা করতে পারছে না।

এ সময় তিনি লন্ডনে তারেক রহমানের দেওয়া একটি বক্তব্যের অংশবিশেষ, ‘আমরা অতীতমুখী নয়, আমরা ভবিষৎমুখী হতে চাই’ উদ্ধৃত করেন। তিনি বলেন, ‘এতে প্রমাণ করে তিনি (তারেক রহমান) কোনো প্রতিহিংসার রাজনীতি চান না।’

ম্যাব সভাপতি সৈয়দ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ, প্রফেসর মনিরুজ্জামন মিয়া, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, শিক্ষক ড. আব্দুল লতিফ মাসুদ, ঢাবি শিক্ষক ড. এবিএম শহিদুল ইসলাম, কবি আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রমুখ

অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমানকে নিয়ে শট ফিল্ম দেখানো হয়।

(দিরিপোর্ট/ টিএস-এমএইচ/ এমডি/নভেম্বর ২৩, ২০১৩)