দিরিপোর্ট প্রতিবেদক : অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক যোগাযোগের রাস্তাগুলো হরতালের আওতামুক্ত রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মজিবুর রহমান। শুক্রবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে ‘এশিয়া প্যাসিফিক ট্রেড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১৩’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ডিসিসিআই সভাপতি সবুর খানের সভাপতিত্বে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিএফটিআইর সিনিয়র ফেলো ড. মোহাম্মদ আবু ইউসুফ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উল্লেখ্য, জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আঞ্চলিক সংস্থা (ইউনিস্ক্যাপ) এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের মাধ্যমে প্রতিবছর এশিয়া অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অগ্রগতি তুলে ধরা হয়।

এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে মোট বিনিয়োগের অর্ধেকের বেশি উন্নয়নশীল দেশগুলোতে হয়েছে। আর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ হয়েছে ৩৩ শতাংশের বেশি। এ অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর রফতানি প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশের নিচে। ২০১৪ সালে তা ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে প্রতিবেদনে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশ রয়েছে যাদের ১০টির অধিক প্রাধিকারমুলক বাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে। এগুলো বেশিরভাগ বাস্তবায়ন পর্যায়ে। প্রতিবেদন অনুযায়ী এসব দেশের মোট বাণিজ্যের অর্ধেকের বেশি এই চুক্তির অধীন দেশগুলোর সঙ্গে হয়ে থাকে।

প্রতিবেদনে এসকাপ ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন কানেক্টটিভিটি ইনডেস্ক অনুযায়ী ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৭। পণ্যের বৈশ্বিক সরবরাহে দেশের অবস্থান সুসংহত করতে হলে বন্দর সেবার মানোন্নয়ন ও দক্ষতা বাড়ানো প্রয়োজন বলে প্রতিবেদনে মত প্রকাশিত হয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ড. মুজিবুর রহমান বলেন, ‘চট্টগ্রামের সীতাকুন্ডের ৩২ কিলোমিটার রাস্তা এখন ৩ হাজার মাইল মনে হয়। রাজনৈতিক কারণে এসব আন্তর্জাতিক রাস্তা যেন বন্ধ হয়ে না যায় তার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। এ রাস্তা বন্ধ হয়ে গেলে অর্থনীতিতে বিপর্যয় নেমে আসবে।’

(দিরিপোর্ট/এ্আই/এইচএস/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)