দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক সাংস্কৃতিক ও সাহিত্য সম্মেলনে’ তিনি এ কথা বলেন। খবর ডননিউজের।

পাকিস্তান ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা লাইন অব কন্ট্রোল ও কাশ্মীর ইস্যুতে পারস্পরিক বন্ধুত্বের হাত বাড়িয়ে সমাধানের কথা বলেন তিনি।

ভারতের আগামী সাধারণ নির্বাচন নিয়ে নওয়াজ বলেন, ‘তারা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক জনপ্রিয়তা অর্জন করতে পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালায়।’ কিন্তু পাকিস্তান এ ধরনের নোংরা রাজনীতি করে না বলে তিনি মন্তব্য করেন।

এ সময় ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিশ্বব্যাপী মুসলমানদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন নওয়াজ।

(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২৩, ২০১৩)