চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম জেলায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। মিরসরাই ও সীতাকুণ্ডে জামায়াতের দুই কর্মী খুনের প্রতিবাদে জামায়াত এ হরতালের ডাক দেয়। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পিকেটাররা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা রাস্তায় দাঁড়াতে পারছে না।
মিরসরাই ও সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থা আছে। এ ছাড়া জামায়াত-শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত সাতকানিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ৭টা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৪, ২০১৩)