কাতারের বিশ্বকাপের পক্ষে ব্লাটার
দিরিপোর্ট ডেস্ক : কাতারের বিশ্বকাপ ভেন্যু নির্মাণ কাজ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সমালোচনা জবাব দিয়েছেন ফিফা প্রধান সেপ ব্লাটার। ইউরোপীয় কোম্পানিগুলোর সমালোচনা করে বলেছেন, ‘আর্থিক সুবিধার লোভে’ নির্মাণ কাজে জড়িত ফ্রান্স ও জার্মানির ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো এমনটি করছে।
চলতি সপ্তাহে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সেখানে শ্রমিক হিসেবে কর্মরত অভিবাসী শ্রমিকদের সঙ্গে ‘পশুর মত’ আচরণ করা হচ্ছে। সঙ্গে বিষয়টি আমলে নিয়ে চলমান পরিস্থিতির উন্নয়নের জন্য চাপ দেয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মরত বিদেশী শ্রমিকদের অধিকাংশই দক্ষিন পুর্ব এশিয়ার নাগরিক।
রোমে শুক্রবার রাতে সাংবাদিকদেরকে ব্লাটার বলেছেন, ‘সেখানে ঠিকাদারী কাজে নিয়োজিত বড় প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ইউরোপের। তাই শ্রমিকদের সঙ্গে এমন আচরণের জন্য তারাই দায়ী। কাতারের ওই পরিস্থিতির জন্য ফিফাও দুঃখপ্রকাশ করছে।’
ফিফা প্রধান আরো বলেছেন, ‘ইউরোপীয়রা এখন অখুশি হলেও কাতারে বিশ্বকাপ আয়োজনের জন্য তারাই বেশি চাপ দিয়েছিল। কারণ সেখানে আর্থিক সুবিধা আদায়ের সুযোগ অনেক বেশি। এদের মধ্যে দু’টি দেশ হচ্ছে ফ্রান্স ও জার্মানী। ইউরোপীয় রাজনীতিবিদ ও দেশ দু’টির শীর্ষ কর্তাদেরই এখন এসব পরিস্থিতি নিয়ে তাদের সুচিন্তিত বক্তব্য পেশ করতে হবে। এটার জন্য শুধুমাত্র ফিফাকে দায়ী করলে চলবে না। ভুমধ্যসাগরীয় দেশটি শ্রমিকদের বিষয়ে এই অভিযোগ প্রত্যাখান করেছে। ধন-সম্পদে ভরপুর দেশটি বলেছে যে এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।’ অ্যামনেস্টি’র রিপোর্টের ভিত্তিতে ফিফা ইতোমধ্যে এ ত্বরিৎ প্রদক্ষেপ গ্রহণের জন্য কাতারকে আহ্বান জানিয়েছে। আগামী মার্চের মধ্যেই এ সমস্যার সমাধান করারও নির্দেশনা দেয়া হয়েছে। ব্লাটার বলেছেন যে বিষয়টি ‘অগ্রহণযোগ্য’।
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ প্রসঙ্গে ফিফা প্রধান আরো বলেছেন, ‘রোদের খর তাপ ও আর্দ্রতা থেকে মুক্তি পাবার জন্য খেলাগুলো শুরুর সময় পরিবর্তন করে দিনের শেষভাগে নিয়ে যেতে পারে। আগামী বছর ব্রাজিলে সালবাদরে অনুষ্ঠিতব্য ফিফার কার্য্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিষয়গুরো উপস্থাপন করা হবে। এটি গুরুত্বপূর্ণ বিষয়।’
এদিকে ২০২২ সালের ওই বিশ্বকাপ বছরের শেষভাগে আয়োজনের ব্যাপারে নিজের আগ্রহের কথা ব্যক্ত করেছেন ব্লাটার। ইতোমধ্যে জুন-জুলাইয়ে টুর্ণামেন্ট আয়োজনের চিরচারিত প্রথাকে প্রত্যাখ্যান করে ব্লাটার বলেছেন যে মরু অঞ্চলের তীব্র উত্তাপের কারণে কাতারে এ সময় কোনভাবেই টুর্ণামেন্ট আয়োজন সম্ভব নয়। তিনি বলেছেন, ‘এর অংশিদার ক্লাব, খেলোয়াড় এবং লিগ আয়োজক ফেডারেশনগুলোর সঙ্গে আন্তর্জাতিক ওই সুচি নিয়ে এখন আমরা আলাপ আলোচনা করছি। বছরের শেষভাগে নভেম্বর-ডিসেম্বরে টুর্ণামেন্ট আয়োজনের সম্ভাব্যতা নিয়ে মিডিয়া ও বিপণন বিভাগেরও পরামর্শ নিতে হবে। আমার মনে হয় সবাই বছরের শেষভাগে আয়োজনের পক্ষেই মত দেবে।’
(দিরিপোর্ট২৪/এএস/এমআই/নভেম্বর ২৪, ২০১৩)