স্থপতি ক্রিস্টোফার মাইকেল রেন
তিনি বিখ্যাত রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি এর সভাপতির(১৬৮০-৮২)দায়িত্বও পালন করেন। তার গবেষণাকে সমসাময়িক বিজ্ঞানী আইজাক নিউটন ও দার্শনিক ব্লেইজ প্যাসকেল গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন।
ক্রিস্টোফার রেন সিনিয়র এবং ম্যারি কক্সের ঘরে তার জন্ম। শৈশব থেকেই রেন রোগাক্রান্ত ছিলেন। বাড়িতেই তার প্রাথমিক পড়াশোনার হাতেখড়ি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ল্যাটিন এবং অ্যারিস্টটলীয় পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেন।
১৬৬৬ সালে লন্ডন শহরে আগুন লাগলে অনেক গির্জা ক্ষতিগ্রস্থ হয়। সে সময় তিনি ধ্বংসপ্রাপ্ত ৫৪টি গির্জার নতুন নকশা করেন। এর মধ্যে সেইন্ট পল ক্যাথেড্রাল অন্যতম। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে গ্রিনউইচের রয়্যাল নেভাল কলেজ ও হ্যাম্পটন কোর্ট কলেজের নকশা।
১৭২৩ সালের ২০ ফেব্রুয়ারি তার মৃত্যু হয় লন্ডনে।
(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)