বাগেরহাটে ১৮ দলের ঝাড়ু মিছিল
বাগেরহাট সংবাদদাতা : সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে এবং ১৮ দলের আটক নেতাকর্মীদের মুক্তি, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বাগেরহাটে ১৮ দল ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।
বাগেরহাট জেলা বিএনপির কার্যালয় থেকে রবিবার সকালে একটি ঝাড়ু মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক দক্ষিণ শেষে পুরাতন বাজার মোড়ে শেষ হয়। এখানে ১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপি সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন জেলা জামাতের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, শেখ কামরুল ইসলাম গোরা, মোজ্জাফ্ফর রহমান আলম, শেখ শমশের আলী মোহন, মেহেবুবুল হক কিশোর, সুজাউদ্দিন মোল্লা সুজন, হাফেজ আজমল হোসেন, সরদার লিয়াকত আলী, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, শাহিদা আক্তার, আসমা আজাদ, আফরোজা মহসিন, অ্যাডভোকেট লুনা সিদ্দিকী, অ্যাডভোকেট শেখ ইউনুস প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। এ ছাড়া বক্তারা হুসেইন মুহম্মদ এরশাদের তীব্র সমালোচনা করেন।
(দিরিপোর্ট/এএস/এপি/এএস/নভেম্বর ২৪, ২০১৩)