নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১২
দিরিপোর্ট ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বোকো হারামের হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।
বরনো প্রদেশের রাজধানী মাইদুগুরি থেকে ৮৫ কিলোমিটার দূরে সানদিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বরনোর প্রাদেশিক পুলিশ কমিশনার লাওয়াল টানকো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমপক্ষে ৩০ জন বন্দুকধারী গ্রামটিতে হামলা চালায়। তারা অনেকগুলো বাড়িঘর পুড়িয়ে দেয় ও বেশ কয়েকটি যানবাহন চুরি করে।
সেখানকার একজন স্থানীয় বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে জানান, বোকো হারামের সদস্যদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে গ্রামবাসী নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করেছে— এমন অভিযোগ তুলে এ হামলা চালানো হয়।
বোকো হারামকে চলতি মাসে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করেছে। সংগঠনটি দীর্ঘদিন ধরেই দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তরাঞ্চলে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে।
সেখানে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথন দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে চলতি বছরের মে মাস থেকে জরুরি অবস্থা জারি করেন। সূত্র: বিবিসি।
(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৪, ২০১৩)