আইসিবির ৮ ফান্ডের এনএভি প্রকাশ
দিরিপোর্ট প্রতিবেদক : ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৮ মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯ নভেম্বর ২০১৩ তারিখের হিসাব অনুযায়ী আইসিবির ৮ ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের বিপরীতে প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটপ্রতি এনএভি ক্রয়মূল্য অনুসারে ১৩১.৭০ টাকা এবং বাজারমূল্য অনুসারে ১১৩৫.৫০ টাকা।
দ্বিতীয় আইসিবির এনএভি ক্রয়মূল্য অনুসারে ৮৮.৯৩ টাকা এবং বাজারমূল্য অনুসারে ২৬১.৪২ টাকা, তৃতীয়টির ক্রয়মূল্য অনুসারে ৬১.২০ টাকা আর বাজারমূল্য অনুসারে ২৫৮.০৭ টাকা, চতুর্থটির ক্রয়মূল্য অনুসারে ৬৭.২০ টাকা আর বাজারমূল্য অনুসারে ২৪৫.০৩ টাকা, পঞ্চমটির ক্রয়মূল্য অনুসারে ৪৫.৮৭ টাকা আর বাজারমূল্য অনুসারে ১৯৮.৬৩ টাকা, ষষ্ঠটির ক্রয়মূল্য অনুসারে ২৫.৬৮ টাকা আর বাজারমূল্য অনুসারে ৫৭.৫৬ টাকা, সপ্তমটির ক্রয়মূল্য অনুসারে ৩২.৫২ টাকা আর বাজারমূল্য অনুসারে ৯৮.৯৩ টাকা এবং অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের এনএভি ক্রয়মূল্য অনুসারে ২৭.৭৮ টাকা আর বাজারমূল্য অনুসারে ৬৬.৬৭ টাকা।
(দিরিপোর্ট/এইচকে/জেএম/নভেম্বর ২৩, ২০১৩)