যমুনা অয়েলের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
দিরিপোর্ট প্রতিবেদক : প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। ৩০ সেপ্টেম্বর ২০১৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’১৩-সেপ্টেম্বর’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ কোম্পানির করপরবর্তী মুনাফা ৫১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় ৫.৬১ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৪২ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা এবং ৪.৬৩ টাকা।
তবে ২০১৩ সালের জন্য প্রস্তাবিত ১০ শতাংশ বোনাস শেয়ারের হিসাবে প্রথম প্রান্তিকে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হবে ৫.১০ টাকা। একই হিসেবে আগামী বছরের এই সময়ে শেয়ারপ্রতি আয় হবে ৪.২১ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
(দিরিপোর্ট/এইচকে/এমসি/নভেম্বর ২৩, ২০১৩)