দিরিপোর্ট ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে সমঝোতা একটি নতুন দিগন্তের উন্মোচন করতে বলে দেশটির প্রধানমন্ত্রী হাসান রুহানি জানিয়েছেন।

জেনেভায় পাঁচদিনের আলোচনা শেষে দুই পক্ষের সমঝোতার পর টুইটারে এ কথা জানান রুহানি।

রুহানি চলতি বছর জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ের প্রসঙ্গ টেনে রুহানি বলেন, ইরানের জন্য উদারপন্থীদের ভোট দেওয়ার কারণেই এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এর ফলে ইরানের পারমানবিক অস্ত্র তৈরির পথ বন্ধ হবে।’

আলোচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানি নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানিয়েছিল। তবে ইরান পরমাণু সমৃদ্ধকরণ অব্যাহত রাখার ব্যাপারে জোর দিয়েছিল।

গত এক দশকের মধ্যে বিশ্ব শক্তিধর দেশগুলোর সঙ্গে ইরানের এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ চুক্তি হলো বলে বিবিসি জানিয়েছে। সূত্র: এএফপি, বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৪, ২০১৩)