দিরিপোর্ট প্রতিবেদক : বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের পূর্বে চার কোম্পানির লেনদেন আগামি ২৫ থেকে ২৭ নভেম্বর র্পযন্ত শুধুমাত্র স্পট এবং ব্লক/অডলট মার্কেটে হবে। কোম্পানি চারটি হলো- মেঘনা পেট্রোলিয়াম, ঢাকা ডাইং, রহিমা ফুড এবং এনভয় টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

স্পট মার্কেটের লেনদেন নিষ্পত্তির নিয়ম অনুযায়ী এ চার কোম্পানির লেনদেন সম্পন্ন হবে। আগামী ২৮ নভেম্বর রেকর্ড ডেটের কারণে এ চার কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ঢাকা ডাইংয়ের প্রস্তাবিত রাইট শেয়ারের জন্য পরবর্তী রেকর্ড ডেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর কোম্পানির পক্ষ থেকে জানানো হবে।

(দিরিপোর্ট/এইচকে/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)