বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুরের ভারত সীমান্তে রবিবার ভোরে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
এলাকাবাসী জানায়, জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী ধান্যখোলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আশাদুল হক (৩০) ও বেনীপুর গ্রামের আফসার আলীর ছেলে মাহাবুল হক (৩০) রবিবার ভোর সাড়ে ৪টার দিকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে।
বেনীপুর গ্রামের সীমান্ত দিয়ে ভারতের ফার্মের মাঠে গেলে নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং ধরে ফেলে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বিএসএফের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বলেন, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত পেতে বিজিবি-বিএসএফ বৈঠক হয়। কিন্তু বিএসএফ তাদের আটকের বিষয়টি অস্বীকার করে।
(দিরিপোর্ট/আরআর/এপি/নভেম্বর ২৪, ২০১৩)