শাহজাহানপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুরে ওভারব্রিজের নিচে রবিবার পৌনে দুইটায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
দুই পথচারী ফারুক ও রাসেল জানায়, শাহজাহানপুর ওভারব্রিজের নিচে রবিবার দুপুর পৌনে দুইটার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়। তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় ১০৩ নং ওর্য়াডে বিকেলে চারটায় তার মৃত্যু ঘটে। তার পরনে ছিল লাল-কমলা রঙের ফুলহাতা গেঞ্জি ও সাদা চেক লুঙ্গি।
ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
(দিরিপোর্ট/এসআর/এমএইচও/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)