শাপলা চত্বরে ২৪ ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা
চট্টগ্রাম সংবাদদাতা : রাজধানীর ঢাকার শাপলা চত্বরে আবারো মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২৪ ডিসেম্বর এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
রবিবার সন্ধ্যায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এ কর্মসূচি ঘোষণা করেন।
এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ নভেম্বর টাঙ্গাইল, ৯ ডিসেম্বর দিনাজপুর, ১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রাম, ২৪ ডিসেম্বরের পূর্বে চাঁদপুর জেলা, ২০ ডিসেম্বর ফেনী, নোয়াখালী, কুমিল্লা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, হবিগঞ্জ, বগুড়া, সিলেট, খুলনা, রাজশাহী জেলা ও বিভাগীয় শহরে শানে রেসালত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির যুগ্ম সম্পাদক মাওলানা মঈনুদ্দিন রুহী।
লিখিত বক্তব্যে বলা হয়, সরকার নাস্তিক-মুরতাদ ও তাদের দোসরদের প্রশ্রয় দিতে গিয়ে হেফাজতে ইসলামের অরাজনৈতিক আন্দোলনকে বারবার রাজনৈতিকভাবে আঘাত করেছে। হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিএনপি-জামায়াত সংশ্লিষ্টতার ধুয়া তুলে দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হেফাজতে ইসলামকে বিএনপি-জামায়াতের তকমা লাগিয়ে আবারও দেশে একটি বিস্ফোরন্মুখ পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
সংবাদ সম্মেলনে নায়েবে আমির মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আনাছ আল মাদানী, যুগ্ম-সম্পাদক মাওলানা মঈনুদ্দিন রুহী, আশরাফ আলী নিজামপুরী, প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ উপস্থিত ছিলেন।
(দিরিপোর্ট/কেএইচএস/এসবি/এইচএসএম/নভেম্বর ২৪, ২০১৩)