দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ব্যাটসম্যানদের দৃঢ়তা এবং সর্বশেষ জেমস ফকনারের ঝড়ো ইনিংসে ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নিলো অস্ট্রেলিয়া। চার উইকেটে তৃতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

শনিবার মোহালিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ৩০৩ রান সংগ্রহ করে তারা।

অধিনায়ক জর্জ বেইলির উপর আস্থা রেখে শুরুটা দারুণ করেন অসি বোলাররা। ভারতের দলীয় স্কোরবোর্ডে ৭৬ রান যোগ হতেই চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান তারা। পরে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এসে প্রাথমিক ধাক্কা সামাল দেন। গত ম্যাচে দ্রুততম ফিফটি করা বিরাট কোহলিকে নিয়ে ৭২ রানের জুটি গড়েন তিনি। ৭৩ বলে নয় বা্উন্ডারিতে ৬৮ রান করে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন কোহলি।

এরপর একাই লড়ে যান ধোনি। তার হার না মানা ১৩৯ রান দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়। এটি তার নবম ওয়ানডে শতক।


অসিদের পক্ষে চারটি উইকেট নেন মিচেল জনসন। একটি করে উইকেট নেন ক্লিন্ট ম্যাককে, শেন ওয়াটসন, জেমস ফকনার ও ম্যাক্সওয়েল।

৩০৪ রানে লক্ষ্যে নেমে অসি ওপেনার ফিল হিউজ ও অ্যারন ফিঞ্চ দারুণ সূচনা করেন । ৬৮ রানের এ জুটি ভাঙলে কিছুটা বেসামাল হয়ে পড়েন সফরকারীরা। ৮৮ রানের মধ্যে তিন উইকেট হারান তারা। ফিঞ্চ ৩৮ ও হিউজ ২২ রানে আউট হন। পরে অধিনায়ক জর্জ বেইলি হাল ধরেন। অ্যাডাম ভোজকে সঙ্গে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন।


কিন্তু ২১৩ রানের মাথায় ষষ্ঠ উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগিয়ে তোলেন স্বাগতিক দলের বোলাররা।

ব্যক্তিগত ৪৩ রানে বেইলি মাঠ ছাড়লেও ফকনারকে নিয়ে লড়তে থাকেন ভোজ। ম্যাচের ৪৮তম ওভারে ইশান্ত শর্মাকে চারটি ছক্কা ও দুই বাউন্ডারি হাঁকিয়ে ৩০ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

শেষ দুই ওভারে অসিদের প্রয়োজন ১৪ রান। ফকনার ও ভোজ জুটি শেষপর্যন্ত ৯১ রানে নিরবিচ্ছিন্ন থেকে জয় তুলে নেন।

২৯ বলে দুই চার ও ছয় ছক্কার ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ফকনার। ভোজ অপরাজিত থাকেন ৭৬ রানে।

স্কোর :

ভারত: ৩০৩/৯ (৫০ ওভার)

অস্ট্রেলিয়া: ৩০৪/৬ (৪৯.৩ ওভার)

ফল: অস্ট্রেলিয়া চার উইকেটে জয়ী

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/জেএম/অক্টোবর ১০, ২০১৩)