আফগান-যুক্তরাষ্ট্র ‘নিরাপত্তা চুক্তি’ এ বছর
দিরিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের বয়োজ্যেষ্ঠদের অ্যাসেম্বলি বা লয়া জিরগা এ বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘নিরাপত্তা চুক্তি’ সম্পন্নের আহবান জানিয়েছে। চুক্তির আওতায় ২০১৪ সালে যুদ্ধ শেষ হওয়ার পরও মার্কিন সেনাদের দেশটিতে থাকার সুযোগ রয়েছে। খবর বিবিসির।
তবে দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই আরও পরে এই চুক্তি স্বাক্ষরে মত দিয়েছিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র দেশটিতে শান্তি ফিরিয়ে আনার পরই তিনি এই চুক্তিতে স্বাক্ষর করবেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, চুক্তি স্বাক্ষর পিছিয়ে দেওয়া ‘অবাস্তব এবং অসম্ভব’।
এদিকে, আফগানিস্তানের পার্লামেন্ট একটি দ্বি-পাক্ষিক নিরাপত্তা চুক্তির অনুমোদন দিয়েছে। চুক্তিতে ২০১৪ সালের পর দেশটিতে ১৫ হাজার বিদেশি সেনা রাখার কথা বলা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র দেশটিতে তার সেনা রাখা বা না রাখার বিষয়ে কোন মন্তব্য করেনি।
২০১৪ সালের পর যেসব বিদেশি সেনা আফগানিস্তানে থাকবে তারা মূলত দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবে। তবে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনায় ‘বিশেষ বাহিনী’ থাকবে।
(দিরিপোর্ট/আদসি/এমএআর/নভেম্বর ২৪, ২০১৩)