ঝিনাইদহে ঐতিহ্যবাহী রাসলীলা উৎসব শুরু
ঝিনাইদহ সংবাদদাতা : সদরের নারায়ণপুরে শত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কৃষ্ণের রাসলীলা উৎসব রবিবার শুরু হয়েছে। ৮ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় রাধা-গবিন্দ মন্দির প্রাঙ্গণে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নন্দী। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জালকার নায়ার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে গুণীজন ও কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। ৮ দিনব্যাপী উৎসবে রয়েছে- ধর্মসভা, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
দূর-দূরান্ত থেকে বহু ভক্ত অনুরাগীরা এই উৎসবে যোগ দিচ্ছেন।
(দিরিপোর্ট২৪/আইজেকে/নভেম্বর ২৪, ২০১৩)