দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের ভূ-খণ্ডে চালানো মার্কিন ড্রোন হামলাকে সার্বভৌমত্বের ওপর হামলা বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রাজনৈতিক সফরে লন্ডনে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর ডন অনলাইনের।

যুক্তরাষ্ট্র সফরে এ বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাবে বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আগামী বুধবার হোয়াইট হাউজে এক বৈঠকে বসছেন নওয়াজ শরিফ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

টেলিভিশন চ্যানেলগুলো পাক প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানায়, গত মাসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি তোলেন এবং ওয়াশিংটনকে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানি তালেবানদের সঙ্গে আলোচনায় পাকিস্তানের সকল রাজনৈতিক দলকে এক মঞ্চে আসতে হবে।’

এ সময় তিনি আরও জানান, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ সবসময়ই আগ্রহী। কিন্তু এ পর্যন্ত এ ব্যাপারে কোনো দলের সহায়তা পাইনি।

এর আগে তিনি দেশ ছাড়ার পূর্বে লাহোর বিমানবন্দরে সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনায় তিনি আফগানিস্তানসহ আঞ্চলিক অবস্থা নিয়ে আলোচনা করবেন।

নওয়াজ শরিফ তার এ সফরে বিশ্বব্যাংক, আইএমএফ ছাড়াও বিভিন্ন দাতাগোষ্ঠীর সঙ্গে অর্থ ছাড়ের ব্যাপারে আলোচনা করবেন।

(দিরিপোর্ট২৪/এসকে/জেএম/অক্টোবর ২০, ২০১৩)