‘হেলেনে’র পর এবার ‘লেহার’ আসছে অন্ধ্রপ্রদেশে

দিরিপোর্ট ডেস্ক : ঘূর্ণিঝড় হেলেনের ধকল কাটতে না কাটতেই এবার ঘূর্ণিঝড় ‘লেহার’ ধেয়ে আসছে ভারতের অন্ধ্রপ্রদেশের দিকে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, চলতি মাসের ২৮ তারিখে প্রদেশটির উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি। খবর হিন্দুস্তান টাইমসের।
অন্ধ্রপ্রদেশের মচিলিপাটনাম ও কালিঙ্গাপাটনাম অঞ্চলের ওপর আঘাত হানতে পারে এ ঘূর্ণিঝড়টি। এটি চার-পাঁচদিন স্থায়ী হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
গত সপ্তাহে এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘হেলেনে’র তাণ্ডবে ছয়জন নিহত ও বহু ক্ষয়-ক্ষতি হয়েছে।
এছাড়া গত মাসে ঘুর্ণিঝড় ‘ফাইলিন’ও এ এলাকার ওপর দিয়ে বয়ে যায়। যার ক্ষয়-ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি এখানকার অধিবাসীরা।
(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২৫, ২০১৩)