নাটোর সংবাদদাতা : নাটোরে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বাফা) গুদামে সারের বস্তার নিচে চাপা পড়ে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে।

আহত শ্রমিকরা জানায়, সার ডেলিভারি করার জন্য রবিবার সন্ধ্যার পর বাফার ১নং গুদাম থেকে তারা সারের বস্তা সরাতে গেলে হঠাৎ বস্তার স্তুপ ধসে পড়। এসময় সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক বস্তার নিচে চাপা পড়ে। এতে ৫ শ্রমিক আহত হয়। উপস্থিত অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হল সদর উপজেলার নেপালদিঘী গ্রামের আকরাম আলীর ছেলে আশরাফুল, আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম, উত্তর বড়গাছা এলাকার মজনু মিয়ার ছেলে হান্নান, হাসেম আলীর ছেলে খলিলুর রহমান ও ছোটনের ছেলে মামুন।

(দিরিপোর্ট/বিএল/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)