টোয়েন্টি২০ বিশ্বকাপ শিরোপায় চোখ ফোর্ডের
দিরিপোর্ট২৪ ডেস্ক : টোয়েন্টি২০ বিশ্বকাপের ৩ আসরের দুবার নাগালে পেয়েও শিরোপার দেখা পায়নি শ্রীলঙ্কা। হয়েছে রানার্স আপ। এবার সেই দুঃখ ঘোচানোর কথা বলেছেন দলের কোচ গ্রাহাম ফোর্ড। বলেছেন, ‘আগামী বছর অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ জয়ে শ্রীলংকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’
আগামী বছর মার্চে বাংলাদেশে টোয়েন্টি২০ বিশ্বকাপ আসরের পসরা বসছে। যদিও শুরু হওয়ার সময় তিনি শ্রীলংকা দলের সঙ্গে থাকবেন না। তবে এ টুর্নামেন্টের প্রস্তুতিতে শ্রীলঙ্কানরা সঠিক পথেই রয়েছে বলে বিশ্বাস তার। গত ২১ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে নিজ মাঠে ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজ শেষ করেছে শ্রীলঙ্কা।
টোয়েন্টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে স্বাগতিক বাংলাদেশের সহ আরো ৫টি খেলবে শ্রীলঙ্কা। যা দলের প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে। ফোর্ড বলেছেন, ‘এ পর্যন্ত টোয়েন্টি২০ বিশ্বকাপ যেভাবে চলে আসছে তাতে শ্রীলঙ্কার শিরোপা জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’ তিনি যোগ করেছেন, ‘বেশ কিছুদিন যাবত তার টোয়েন্টি২০ ক্রিকেট ভাল খেলে আসছে এবং আমরা তুলনামূলক ফেভারিট গ্রুপে পড়েছি। তাছাড়া কন্ডিশন আমাদের সহায়ক হবে। আর বাড়তি পাওনা হচ্ছে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে আমাদের একটি সিরিজ রয়েছে।’
ব্যাটিংয়ের প্রতি উৎসাহ ও কৌশলের উন্নতিকল্পে ফোর্ডের সময়ে শ্রীলঙ্কায় বিশেষ অনুশীলন সেশন করা হয়েছে। এমন অনুশীলন থেকে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা যথেষ্ট উপকৃত হয়েছেন। নতুন নতুন স্টোক খেলে সাফল্য পেয়েছেন। নতুন এমন কৌশলের কারণেই দলটি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে টোয়েন্টি২০ ক্রিকেট র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।
ফোর্ড বলেছেন, ‘স্বাধীনভাবে খেলা এবং নতুন কিছু উদ্ভাবন করাটা গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে এ ক্ষেত্রে সবচেয়ে ভাল উদহারণ তিলকরত্মে দিলশান। বিশেষ করে টোয়েন্টি২০ ক্রিকেটে সে যে কোনো নতুন স্ট্রোক উদ্ভাবন করে খেলতে পারে। এ ক্ষেত্রে আমাদের দলের উন্নতি হওয়ায় আরো বেশি খেলোয়াড় যাতে এমনটা খেলতে পারে আমরা সে বিষয়টি অনুধাবণ করা গেছে। যা আমাদের একটি শক্তিশালী দলে পরিবর্তন করেছে।’
(দিরিপোর্ট/এএস/এমআই/নভেম্বর ২৫, ২০১৩)