বন্ধ হচ্ছে পাইরেসি সাইট আইসোহান্ট
আইসোহান্ট সাইটটির সত্ত্বাধিকারী কানাডীয় নাগরিক গ্যারি ফাং শখের বশেই পাইরেসি সাইটটি তৈরি করেছিলেন। আদালতের রায়ের পর মোশন পিকচার এসোসিয়েশন অব আমেরিকাকে ১১০ মিলিয়ন ডলার দিতে হবে গ্যারী ফাংকে।
মোশন পিকচার এসোসিয়েশন অব আমেরিকার চেয়ারম্যান ক্রিস ডড জানান, এ ঘটনাটি অনলাইনে বৈধ ব্যবসার ক্ষেত্রে একটি ‘বড় ধরনের অগ্রগতি’।
এদিকে একটি ব্লগ পোস্টে গ্যারি ফাং বলেছেন, সন্তান হারানোর বেদনা আমাকে পেতে যেতে হচ্ছে।
সাইটটি এখনো অনলাইনে থাকলেও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে।
ডিজনী, প্যারামাউন্ট এবং টুয়েন্টি সেঞ্চুরি ফক্স সাত বছর আগে পাইরেসি সাইট আইসোহান্টের কাছে তাদের নির্মিত সিনেমা, টিভি অনুষ্ঠানের বৈধ কপিরাইট পাওয়ার জন্য আদালতের শরণাপন্ন হয়। সাত বছর আইনী লড়াইয়ের পর গ্যারি ফাং তাদের সঙ্গে মীমাংসা করতে সম্মত হন। তিনি বলেন, আমি সাধ্যমত লড়েছি। এখন আমার রেস শেষ হয়েছে। নিজের প্রতি আমি বিশ্বস্ত।
গ্যারী ফাং বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে প্রোগ্রামিং আমার কাছে একটা শখ ছিল, এখনো তাই-ই আছে।
(দিরিপোর্ট২৪/এমডি/জেএম/অক্টোবর ২০, ২০১৩)