ব্যারিস্টার ফখরুলের রিমান্ড স্থগিত চেয়ে আবেদন
দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে নিম্ন আদালতের দেওয়া রিমান্ড স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।
সোমবার সকালে ব্যারিস্টার ফখরুলের পক্ষে আবেদনটি দাখিল করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আবেদন জমার পর তিনি জানান, দুপুর ২টার পর বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ফাঁসির দণ্ড দেওয়া হয় সাকা চৌধুরীকে। ওই মামলার রায়ের খসড়া প্রকাশের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রবিবার ব্যারিস্টার ফখরুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক।
গত বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ব্যারিস্টার ফখরুলকে তার চেম্বার থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. ঘাবিল হোসেন ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ডের আবেদন করেন।
(দিরিপোর্ট/এআইপি/এপি/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)