দিরিপোর্ট২৪ ডেস্ক : সিরিয়ায় ১৭ মাস বন্দি থাকার পর ৯ লেবাননি জিম্মি অবশেষে রাজধানী বৈরুতে পৌঁছেছে। খবর আলজাজিরার।

অপহৃত দুই তুর্কি বিমানচালককে ছাড়ার বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হলো। প্রসঙ্গত, গত আগস্টে তুর্কি এয়ারলাইন্সের দুই চালক লেবাননে অপহৃত হয়।

জিম্মি বিনিময়ের এ ঘটনায় লেবাননের শিয়া মুসলিমরা আনন্দ প্রকাশ করেছে। লেবাননি ৯ জিম্মি মুক্ত হয়ে বৈরুত বিমানবন্দরে আসার পর তাদের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।

অন্যদিকে, তুরস্কের দুই নাগরিককে দেশে পাঠানো হয়েছে।

(দিরিপোর্ট২৪/এসকে/জেএম/অক্টোবর ২০, ২০১৩)