দিরিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা চাই না নির্বাচন নিয়ে প্রশ্ন উঠুক।’

রাজধানীর পুরান ঢাকায় সোমবার সকালে আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গত ৩৮ বছর ধরে নির্বাচনের সময় গোলমাল হয়ে আসছে। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা নির্বাচন ঠাণ্ডা। এ নিয়ম আর চলবে না। বার বার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। আগামীতে আমরা আর সেটা দেখতে চাই না।’

তিনি আরো বলেন, ‘কেউ যাতে নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

বিরোধী দলের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আসুন ভবিষ্যত প্রজন্মের জন্য সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে একটা ভিত তৈরি করি।’

মহাজোট সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় আমরা সরকার গঠন করেও দেশের অর্থনৈতিক উন্নতি ধরে রেখেছি। দ্রব্যমূল্যের স্থিতিশীলতা অক্ষুণ্ন রেখেছি। ছয় হাজার বিচারক নিয়োগ দিয়েছি। আদালত ভবন নির্মাণ করেছি। আদালত প্রাঙ্গণ ডিজিটালাইজড করেছি, অবকাঠোমোগত উন্নয়ন করেছি। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। হজ ব্যবস্থাপনায়ও বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে।’

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘স্বজনহারাদের শাস্তি দিতে আমরা পরাজিত শক্তির দোসরদের বিচার শুরু করেছি। আশা করছি, এ বিচার আমরা সম্পন্ন করতে পারবো।’

বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের মতো একটা বড় মামলা সমাপ্তিতে সহায়তার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লা হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, ইসমাঈল হোসেন, বিকাশ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট/এসআর/এসবি/এমএআর/নভেম্বর ২৫, ২০১৩)