নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ঢাবিতে র্যালি
ঢাবি সংবাদদাতা : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে রোকেয়া হল ঘুরে কেন্দ্রিয় লাইব্রেরি চত্বর হয়ে কলাভবনে এসে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডাইভারসিটি বিভাগের যৌথ উদ্যোগে এ র্যালিটি অনুষ্ঠিত হয়।
এ সময় র্যালিতে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমানসহ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের উদ্যোগে বিকেল পাঁচটায় ঢাবির টিএসসি সড়ক দ্বীপে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২৫ নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পর্যন্ত পৃথিবীর সকল দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবস পালিত হবে। বাংলাদেশের নারী ও মানবাধিকার সংগঠনগুলোও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
(দিরিপোর্ট/জেএইচ/এপি/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)