দিরিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের বড়কাউ ও পারাবার্তা মৌজার রাজউকের পূর্বাচল প্রকল্পের উপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ওই প্রকল্প নিয়ে হাইকোর্টের জারি করা রুল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী ইকবাল কবির লিটন জানান, ‘আপিল বিভাগের আদেশের ফলে এখন প্রকল্পটিতে নির্মাণ বা উন্নয়ন কাজ করা যাবে না। প্রকল্পটির অবস্থা এখন যেমন আছে, ঠিক তেমনই রাখতে হবে।’

ওই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে বেসরকারি সংগঠন বেলার পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়।

রিটের প্রাথমিক শুনানি শেষে ১ আগস্ট হাইকোর্ট প্রকল্পটির ভূমি উন্নয়নের উপর স্থগিতাদেশ জারি করেন। সেই সঙ্গে ‘প্রকল্পটিকে কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না’ তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাজউক। এর পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে রাজউকের আবেদন নিষ্পত্তির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। পরে বেলার পক্ষ থেকে আপিল বিভাগের চেম্বার বেঞ্চের আদেশ বাতিলের দাবি জানিয়ে আপিল বিভাগে আবেদন করা হয়।

ওই আবেদনের শুনানি শেষে সোমবার পূর্বাচল প্রকল্পে স্থিতাবস্থা জারি করে হাইকোর্টের রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

বেলার পক্ষে ইকবাল কবির লিটন এবং রাজউকের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানিতে অংশ নেন।

(দিরিপোর্ট/এআইপি/এপি/নভেম্বর ২৫, ২০১৩)