আলোচনা ফলপ্রসূ হবে : সুরঞ্জিত
দিরিপোর্ট প্রতিবেদক : সংলাপের সত্যতা স্বীকার করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দুই দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনা ফলপ্রসু হবে।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
সুরঞ্জিত বলেন, গণতন্ত্রে আলোচনার কোনো বিকল্প নেই। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে যেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয়, সেটাই আমাদের রাজনীতির মূলমন্ত্র। আলোচনার সুত্রপাত হওয়ায় দেশবাসিও একটু স্বস্তি পেয়েছে।
সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে যেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় সে আশা ব্যক্ত করেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা।
দেশে যারা সহিংসতা করছে তাদের এ সকল কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল, বিপ্লবী দল নয়। তাই নির্বাচনে আসার জন্য আপনাদের আহ্বান জানাবো।
এসময় হুমকি-ধমকি না দিয়ে আলোচনার মাধ্যমে শান্তির পথে আসার জন্য তিনি বিরোধী দলকে আহ্বান জানান।
আলোচনাসভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাম্যবাদী দলে সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
(দিরিপোর্ট/এসআর/এপি/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)