লিবিয়ায় সংঘর্ষে নিহত ৩
দিরিপোর্ট ডেস্ক : লিবিয়ার বেনগাজিতে সেনাবাহিনীর সঙ্গে আনসার আল-শরিয়ার সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে।
রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শহরের বিভিন্ন এলাকা থেকে গুলির শব্দ শোনা গেছে ও ধোঁয়া উড়তে দেখা গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
হতাহতদের মধ্যে সেনাবাহিনী ও আনসার আল-শরিয়ার সদস্যরা রয়েছে। ২০১২ সালে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসকে হত্যার জন্য আনসার আল-শরিয়াকে দায়ী করা হয়।
এদিকে মিলিশিয়াদের দমনে লিবিয়া সরকার হিমশিম খাচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। ১০ দিন আগে মিলিশিয়াদের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘাতের পর লিবিয়ার প্রধানমন্ত্রী আলী জিদান সব মিলিশয়াদের রাজধানী ত্রিপোলি ত্যাগের নির্দেশ দেয়।
মিলিশিয়াদের একটি বড় অংশ লিবিয়ার সাবেক নেতা প্রয়াত মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালে সশস্ত্র লড়াই করেছিল। চলতি বছরের মধ্যে দেশটির অন্তর্বর্তী সরকার মিলিশিয়াদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার কিংবা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার নির্দেশ দেয়। সূত্র : বিবিসি
(দিরিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২৫, ২০১৩)