দিরিপোর্ট ডেস্ক : মানব লণ্ঠন হিসেবে নিজের শরীরে আগুন ধরিয়ে ছয় মিনিট থাকার নতুন রেকর্ড করেছেন অস্ট্রিয়ার স্টান্টম্যান জো টভডেল্টিং।

তাপ নিরোধক পোশাক পরে নিজের শরীরে আগুন লাগানোর পর পাঁচ মিনিট ৪১ সেকেন্ড ধরে অ্যালজবার্গের রাস্তা দিয়ে হাঁটেন জো। পরে তাপ সহ্যের বাইরে চলে গেলে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে, এরই মধ্যে অক্সিজেন সরবরাহ ছাড়া সারা শরীরে আগুন ধরিয়ে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ডের তালিকায় নাম ওঠে যায় জোয়ের।

এসময় তার পরনে ছিল সালজবার্গ ভিত্তিক টেক্সপোর্টের আগুন নিরোধক উপকরণ দিয়ে তৈরি বিশেষ পোশাক।

এর আগে অক্সিজেন সরবরাহ ছাড়া সারা শরীরে আগুন ধরিয়ে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড ছিল আমেরিকার জেসন ডুমেনিগোর। তিনি পাঁচ মিনিট ২৫ সেকেন্ড সারা শরীরে আগুন লাগিয়ে ছিলেন।

জো জর্জ ক্লুনির দ্য মোমেন্টস ম্যান চলচ্চিত্রের মতো বিভিন্ন চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। কার স্টান্টম্যান হিসেবে কাজ করে জিতে নিয়েছেন ‘হল অব অ্যাওয়ার্ড’ও। সূত্র : ডেইলি মেইল

(দিরিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২৫, ২০১৩)