সিলেট সংবাদদাতা : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সোমবার বেলা দেড়টায় মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মৃত্যুঞ্জয় বিশ্বাসের বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে এ মিছিল ও সমাবেশ করা হয়।

একাডেমিক ভবন ‘সি’ এর সামনে থেকে মিছিলটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। মিছিল শেষে শাবি ছাত্রদলের আহবায়ক এসএম জাহাঙ্গীরের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে ছাত্রদলের নেতা-কর্মীরা চারদফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার কাছে একটি স্মারক্ষলিপি দেন।

দাবিগুলো হচ্ছে- মৃত্যুঞ্জয় বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার, ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ক্যাম্পাস ও আবাসিক হলে ছাত্রদলের সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত ও ২০১২ সালের ১১ এপ্রিল ছাত্রদল নেতা শাকিবুজ্জামান শাকিবের উপর হামলাকরী ছাত্রলীগ সন্ত্রাসীদের শাস্তি প্রদান।

(দিরিপোর্ট/এমজেসি/এমএইচও/এমএআর/নভেম্বর ২৫, ২০১৩)