দিরিপোর্ট ডেস্ক : দক্ষিণ আটলান্টিক এলাকার ফকল্যান্ড দ্বীপের প্রধান শহর স্ট্যানলি থেকে ৩১৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার সকালে ইউএস জিওলেজিক্যাল সার্ভ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সোমবার সকাল ৬টা ২৭ মিনিটে দক্ষিণ আটলান্টিকের কম জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। তারা জানিয়েছে ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া ভূমিকম্পটির কেন্দ্র ছিল আর্জেনটিনার উসুইয়া থেকে ৮৭৭ কিলোমিটার পূর্বে অবস্থিত।

ভূমিকম্পে এখন পর‌্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে হাওয়াই ভিত্তিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ওই এলাকায় ব্যাপকভাবে সুনামি আঘাত হানার সম্ভাবনা নেই। তবে উপকূলের একশো কিলোমিটার এলাকাজুড়ে ছোট ছোট ঢেউ আছড়ে পড়তে পারে।

(দিরিপোর্ট/এআইএম/আদসি/ নভেম্বর ২৫, ২০১৩)