খুলনাসংবাদদাতা : নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. ফায়কুজ্জামান বেলুন উড়িয়ে এর শুভ সূচনা করেন্।

খুলনা শিববাড়ী মোড় থেকে সোমবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপাচার্যসহ শিক্ষক, উর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৯৯০-১৯৯১ শিক্ষাবর্ষে ৮০ জন শিক্ষার্থী নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ১৯৯১ সালের ২৫ নভেম্বর তৎকালীণ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর উদ্বোধন করেন।

২০০২ সালের ২৫ নভেম্বর থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়ে আসছে।

(দিরিপোর্ট/এমএ/এফএস/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)