ইনুর কুশপুত্তলিকা দাহ করেছে হেফাজত
চট্টগ্রাম সংবাদদাতা : হাটহাজারীতে হেফাজতে ইসলামের মিছিল সমাবেশ শেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে কটুক্তি ও ব্যঙ্গচিত্র পোস্টারিং এর প্রতিবাদে সোমবার বিকেলে হাটহাজারীতে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি হাটহাজারী পৌর এলাকার ডাকবাংলো থেকে বের হয়ে হাটহাজারী বাসস্টেশন, কলেজগেইট, কাচারীসড়ক হয়ে ডাংবাংলোতে এসে শেষ হয়। মিছিল থেকে হাটহাজারী থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা হেফাজতে ইসলামের আন্দোলনকে সর্বস্তরের মুসলমানদের একটি সম্পূর্ণ অরাজনৈতিক ঈমানী আন্দোলন বলে দাবি করেন।
সমাবেশ থেকে ২৯ নভেম্বর সারাদেশের উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং হেফাজত ঘোষিত সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের নায়েবে আমির আল্লামা শামশুল আলম। পরিচালনা করেন হাটহাজারী হেফাজতের যুগ্ম সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান। বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী, শহিদুল আনোয়ার, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা মীর ইদ্রীস, মাওলানা জাকারিয়া নোমান প্রমুখ ।
(দিরিপোর্ট/কেএইচএস/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)