সাতক্ষীরা সংবাদদাতা : জেলার কেড়াগাছি সীমান্তে এক রাউন্ড গুলিসহ দেশি তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে, পুলিশ ১২ হাজার ২০০ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর আনোয়ারুল মাযহার গুলিসহ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেড়াগাছি-তলুইগাছা সীমান্তের চারাবাড়ি এলাকায় সোমবার দুপুর ১২টায় পিস্তল ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে, ১২ হাজার ২০০ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, সদর উপজেলার শ্রীরামপুর এলাকায় রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটসহ ছয়ঘরিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে আরিজুল ইসলাম মিন্টু ও মাধবকাটি গ্রামের আবদুস ছাত্তারের ছেলে আবু সাঈদকে আটক করা হয়।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(দিরিপোর্ট/ওএস/এমএইচও/এমএআর/নভেম্বর ২৫, ২০১৩)