দিরিপোর্ট২৪ ডেস্ক : টাইটানিক মানেই ‘রেকর্ড’! সেই ১৯১২ সালে প্রথম সমুদ্রযাত্রা দিয়ে রেকর্ড শুরু। শতাব্দি পেরুলেও রেকর্ড গড়ায় এখনও শীর্ষে এ জাহাজটি। এরই ধারাবাহিকতায় শনিবার টাইটানিক জাহাজের বেহালা বিক্রি হলো রেকর্ড দামে।

যুক্তরাজ্যের উইল্টশায়ারের এক নিলামে বাংলাদেশি টাকায় ১১ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকায় (৯ লাখ ব্রিটিশ পাউন্ড) বিক্রি হয় বেহালাটি। ৫০ পাউন্ড দিয়ে শুরু হওয়া নিলামটি মাত্র ১০ মিনিটে গিয়ে ঠেকে ৯ লাখ পাউন্ডে! এক ব্রিটিশ নাগরিক এ বেহালাটি কিনে নেন।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে আরও জানানো হয়, বেহালাটি ছাড়াও নিলামে আলোকচিত্র, সংবাদপত্র, চীনা মাটির বাসন-পাত্রও বিক্রি হয়েছে।

১৯১২ সালে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রথম যাত্রায়ই ডুবে যায় তৎকালীন সর্ববৃহৎ প্রমোদতরী টাইটানিক। এতে প্রায় ১৫০০ মানুষের মৃত্যু হয়।

(দিরিপোর্ট২৪/এসকে/জেএম/অক্টোবর ২০, ২০১৩)