চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম সংবাদদাতা : নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার কেরাণিহাট এলাকায় গাড়ি ভাংচুর ও অবরোধ করেছে জামায়াত-শিবির কর্মীরা। ফলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
তফসিল ঘোষণার পরপরই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কেরাণিহাট ও হাসমতের দোকান এলাকায় পৃথকভাবে মিছিল বের করে। মিছিল থেকে তারা কয়েকটি গাড়ি ভাংচুর চালায়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান বলেন, শিবিরের নেতা-কর্মীরা মিছিল থেকে কয়েকটি যানবাহন ভাংচুর করেছে। এতে আতংকে ওই এলাকা দিয়ে যানবাহন চলাচল কমে গেছে। রাত ৯টার দিকে পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে যানবাহন চলাচল এখনও স্বাভাবিক হয়নি।
(দিরিপোর্ট/কেএইচএস/এমএআর/নভেম্বর ২৫, ২০১৩)