তফসিলে শেষ তারিখ নির্ধারণ অবাস্তব : এরশাদ
দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় তার প্রতিক্রিয়ায় বলেছেন- তফসিলে মনোনয়নপত্র পেশের যে শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, তা অবাস্তব। তিনি এই তারিখ পুনঃনির্ধারণের দাবি জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর রই গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানান।
হুসেইন মুহম্মদ এরশাদ তার বিবৃতিতে বলেন, “তফসিল ঘোষণার দিন থেকে মনোনয়নপত্র পেশের শেষ তারিখের মধ্যে অন্তত দ্ইু সপ্তাহ সময় থাকা উচিত ছিল। এখানে মাত্র এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে সব দলের পক্ষে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নের আবেদন গ্রহণ, তাদের স্বাক্ষাৎকার নেয়া কিংবা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন দাখিল করা অসম্ভব ব্যাপার।”
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “ জাতীয় পার্টির মনোনয়ন আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে ৩০ নভেম্বর। ০১ ডিসেম্বর তালিকা প্রকাশ করলে- পত্রিকার মাধ্যমে প্রার্থীরা জানতে পারবেন ২ ডিসেম্বর। এক জন প্রার্থীর মনোনয়নের কাগজপত্র ঠিক করতেও ৩/৪ দিন সময় লেগে যায়। সেখানে ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন দাখিল শেষ করা যাবে কিভাবে?”
সাবেক রাষ্ট্রপতি মনোনয়ন দাখিলের তারিখ পুনঃনির্ধারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
(দিরিপোর্ট/সাআ/ এমডি/নভেম্বর ২৫, ২০১৩)