দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা দেশের বর্তমান বাস্তবতায় অবাস্তব।

সোমবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের কাছে জানানো প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন এই সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পার্টির চেয়ারম্যানও এই নির্বাচনের তারিখ ঘোষণাকে অবাস্তব বলেছেন। আমরা এই তারিখ ঘোষণার তীব্র নিন্দা জানাচ্ছি।”

তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশনার জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই জনগণ একতরফা নির্বাচনকে প্রতিহত করবে।’

(দিরিপোর্ট/এসএ/এইচএস/এমডি/নভেম্বর ২৫, ২০১৩)