দিরিপোর্ট প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হওয়াকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে প্রধান বিরোধী দল বিএনপি।

সোমবার রাতে দলের সহ সভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘‘ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বা্ণিজ্য-অর্থনৈতিক-কারিগরি-সামরিক ও রাজনৈতক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক দীর্ঘদিনের। দুইদেশের এই সম্পর্কের উন্নয়নে যেকোনো পদক্ষেপকে আমরা ইতিবাচক হিসেবে দেখি।’’

তিনি বলেন, ‘‘ পারস্পরিক লাভের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পর্ক আরো নিবিড় করতে চায়।’’

সোমবার রাতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তিতে (টিকফা) সই করেছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার বিভাগের মহাপরিচালক শামীম আহসান জানান, সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে ওয়াশিংটনে এই চুক্তিতে সই করে দুই পক্ষ।

(দিরিপোর্ট/এইচএম/এমডি/ নভেম্বর ২৫, ২০১৩)