ইরাকে সিরিজ বোমা বিস্ফেরণে নিহত ২১
দিরিপোর্ট ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে সিরিজ বোমা বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইরাক সরকারের মুখপাত্র খবরটি নিশ্চিত করেছে। খবর বিবিসির।
সোমবার সন্ধ্যায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটানাটি ঘটে সাদরিয়া জেলার একটি মার্কেটের ক্যাফেতে। জোড়া বিস্ফোরণে এ সময় ১৬ জন নিহত হন।
অন্য একটি ঘটনায় উত্তরের শহর মসুলের একটি জনাকীর্ণ রাস্তায় বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হন।
ইরাকে এ ধরনের হামলার ঘটনা গত মাসগুলোতে অনেক বেড়েছে।
জাতিসংঘ বলছে অক্টোবর মাসে রক্তক্ষয়ী হামলায় ১৫৮ জন পুলিশ ও ১২৭ জন জোওয়ানসহ ৯৭৯ জন নিহত হয়েছেন। আর জানুয়ারি থেকে এ ধরনের ঘটনায় সাড়ে ছয় হাজার বেসামরিক নাগরিক নিহত হয়।
(দিরিপোর্ট/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)