দিরিপোর্ট প্রতিবেদক : অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে সুপ্রিম কোর্ট এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কর্মকর্তা, কর্মচারি ও বিচারপ্রার্থীরা অবরোধের মধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছাতে গিয়ে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন বলে জানা গেছে। কোর্টের ভিতরে ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়নি। অনেকেই রিকশায় করে অফিসে এসেছেন।

সুপ্রিম কোর্ট ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে ৮টা থেকেই কর্মকর্তা কর্মচারীরা অফিসে আসতে শুরু করে। সুপ্রিম কোর্টের মেইন গেটসহ অন্য গেটগুলোতেও নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা রয়েছেন। মাজার গেটে দায়িত্বরত শাহবাগ থানার এসআই কাওছারের কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সকাল ৬টা থেকে আমি এই এলাকায় দায়িত্ব পালন করছি। এখানকার পরিস্থিতি সকাল থেকে শান্ত দেখেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি।’

সুপ্রিম কোর্টে কর্মরত বেঞ্চ অফিসার পারভেজ দিরিপোর্টকে জনান, তার বাসা মিরপুরে। সেখান থেকে তিনি রিকশায় করে এসেছেন। ভাড়া একটু বেশি নিলেও অফিসে পৌঁছাতে পেরে খুশি। তিনি বলেন, ‘সাধারণত হরতাল-অবরোধের মত ঘটনায় হাইকোর্ট বসে না। কোনো বিচারকাজও হয় না। তারপরও আমাদের থাকতে হয়। কারণ যেকোনো সময় আদালত বসতে পারে।’

সুপ্রিম কোর্টে কর্মরত অফিস সহকারি শফিকুল ইসলাম জানান, ‘অনেক কষ্ট করে অফিসে এসেছি। আমি উত্তর বাড্ডায় থাকি। সেখান থেকে হেঁটে মৌচাক মার্কেট পর্যন্ত এসেছি। তারপর রিকশায় করে এখানে। এ ধরনের পরিস্থিতি চাই না। আমরা শান্তি চাই। বর্তমানে যে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সমাধান হোক।’

এদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অবরোধের সমর্থনে সকাল সাড়ে ১০টা দিকে মিছিল বের করে।

(দিরিপোর্ট/এআইপি/এমসি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)