হাসপাতালে খলিল
বিনোদন প্রতিবেদক : আবারো শ্বাসকষ্ট সমস্যার কারণে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা খলিলকে।
রোববার শারীরিক অবস্থার অবনতি ঘটলে খলিলকে দ্রুত তার মোহাম্মদপুর নূরজাহান রোডের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ডা. ডাকওয়াল-এর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
খলিলের বড় ছেলে মুসা জানান, ‘বাবার অবস্থা প্রথমদিন খুব খারাপ ছিল। এখন আগের চেয়ে একটু ভালো আছেন। সবার কাছে দোয়া চাই যেন বাবা যেন সুস্থ হয়ে উঠেন।’
এদিকে, ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়ার কথা রয়েছে অভিনেতা খলিলের। পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘গুণ্ডা’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক, আলমগীর ও কবরীসহ আরো অনেকে। খলিল অভিনীত প্রথম চলচ্চিত্র কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত সোনার কাজল। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সুমিতা দেবী ও সুলতানা জামান।
(দিরিপোর্ট/ওএস/এমসি/নভেম্বর ২৬, ২০১৩)