লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার  ৬ পরিবেশকের প্রায় ২০ হাজার পত্রিকা পুড়িয়েছে অবরোধকারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার নাথেরপটুয়ায় এ ঘটনা ঘটে।

পত্রিকা পরিবহনের সুপারভাইজার মো. রেজাউল করিম জানান, সকালে কুমিল্লা থেকে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের ৬ পরিবেশকের জাতীয় পত্রিকা নিয়ে যাচ্ছিল। নাথেরপটুয়ায় পৌঁছলে বিএনপি-জামায়াত-শিবিরকর্মীরা মাইক্রোবাসের সব পত্রিকা পুড়িয়ে দেয়। এতে নোয়াখালী জেলার চাটখিল, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি, লক্ষ্মীপুর শহর, মান্দারীর মেসার্স কবির পেপার হাউসে পত্রিকা পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে লক্ষ্মীপুরে পত্রিকা না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন পেশার মানুষ।

লক্ষ্মীপুর রহমানিয়া সংবাদপত্র পরিবেশকের রাকিব হোসেন বলেন, পত্রিকা না আসায় হকাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকরা পত্রিকা পুড়িয়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

(দিরিপোর্ট/আরআইকে/এফএস/এপি/এএস/নভেম্বর ২৬, ২০১৩)