দিরিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিন মঙ্গলবার ব্যাংকের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে।

সরেজমিনে দেখা যায়, মতিঝিলে বেশিরভাগ ব্যাংকে গ্রাহক উপস্থিতি খুব কম। তবে বৈদেশিক লেনদেন কিছুটা স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আনাম দিরিপোর্টকে বলেন, ‘অন্যদিনের চেয়ে আজ (মঙ্গলবার) ব্যাংকে গ্রাহক উপস্থিতি খুবই কম। হরতাল কিংবা অবরোধে ব্যাংককিং খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়।’

হরতালের ভোগান্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হাসিবুল হাসান নামে এক গ্রাহক বলেন, ‘রাজনৈতিক দলগুলো মূলত হরতাল কিংবা অবরোধ দেয় সাধারণ মানুষকে ভোগান্তি দিতে। তারপরওে ব্যবসায়িক স্বার্থে নানা ভোগান্তি উপেক্ষা করে ব্যাংকে এসেছি।’

হরতালের লেনদেনের বিষয়ে মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হারুনুর রশিদ বলেন, ‘বৈদেশিক লেনদেন মোটামুটি স্বাভাবিক রয়েছে।’

এদিকে, বেলা ১১টার দিকে বাংলাদেশ ব্যাংকে লেনদেন শাখায় গ্রাহক উপস্থিতি খবুই কম। বাংলাদেশ ব্যাংকের ক্যাশ বিভাগের এক কর্মকর্তা দিরিপোর্টকে বলেন, ‘অন্যদিন এই সময় (১১টা পর্যন্ত) যেখানে লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে যায় সেখানে আজ (মঙ্গলবার) লেনদেন হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।’ এভাবে চলতে থাকতে অর্থনীতিতে এর বিরূপ প্রভা্ব পড়বে বলে মনে করেন তিনি।

(দিরিপোর্ট/এএইচ/এমসি/নভেম্বর ২৬, ২০১৩)