বাগেরহাট-খুলনা মহাসড়ক অবরোধ, গাড়
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে বিএনপি-জামায়াত জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রেখেছে। মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কের খানজাহান আলী মাজার মোড় পুলিশের বাধা উপেক্ষা করে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, অ্যাডভোকেট অহিদুজ্জামান দিপু, ১৮ দলীয় জোটের সদস্য সচিব জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলমসহ যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফকিরহাটে দুটি কাভার্ডভ্যান, রামপালে দুটি মাহেন্দ্র ও শহরের ভিআইপি সড়কে একটি টেম্পো ভাঙচুর করেছে অবরোধকারীরা। ১৮ দলের নেতাকমীরা বিভিন্ন সড়কে বৈদ্যুতিক খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে।
অন্যদিকে বাগেরহাট-বরিশাল মহাসড়কের সাইনবোর্ড, বধাল, বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট, মংলা-খুলনা মহাসড়কের ফয়লা, ভাগামোড়সহ বিভিন্ন স্থানে ১৮ দলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে।
বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশি টহল চলছে।
(দিরিপোর্ট/এমকে/এপি/এএস/নভেম্বর ২৬, ২০১৩)