দিরিপোর্ট প্রতিবেদক : ছাত্রদল যুক্তরাজ্য শাখার সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার গোলাম জাকারিয়াকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে তাকে করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে আটকের বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে পুলিশ।

জাকারিয়ার ছোট ভাই শাহরিয়ার বলেন, ‘রাতে জাকারিয়াকে আটক করে একটি সাদা গাড়িতে করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটকের সময়ে বাসায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসা থেকে একটি ল্যাপটপ, মোবাইলসহ বিভিন্ন নথিপত্র নিয়ে গেছে।’

শাহারিয়ার বলেন, ‘সোমবার জাকারিয়াকে গ্রেফতারের পরে মঙ্গলবার সকালে ফের লালমাটিয়ার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। ডিবি সদস্যরা বলছেন, তাদের কাছে বিশেষ তথ্য থাকায় তল্লাশি অভিযান চালানো হয়।’

এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ছাত্রদলের সাবেক কোনো নেতাকে গ্রেফতারের বিষয়েটি তার জানা নেই।

(দিরিপোর্ট/কেজেএন/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)