ট্রটের অ্যাশেজ শেষ
দিরিপোর্ট ডেস্ক: প্রথম টেস্ট খেলেই অ্যশেজ থেকে বিদায় নিতে হলো জনাথন ট্রটকে। এই মুহুর্তে তিনি খেলার মতো মানুসিক অবস্থায় নেই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অনেকদিন ধরেই মানুসিক অবসাদে ভুগছিলেন ট্রট। এর আগে কয়েকবার সেখান থেকে ক্রিকেটে ফিরেছেন। এবার অ্যাশেজে ব্যাটিং করতে নেমে বোলারদের মোকাবেলায় বারবার ব্যর্থ হচ্ছিলেন। খেলায় মনযোগের অভাব লক্ষ্য করা যচ্ছিল। তার মানুসিক অসুখের কথা দলের কারো জানা ছিলো না।
তবে দায়িত্ব নেওয়ার সময় ট্রটের বিষয়টি জানতেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তিনি বলেছেন ‘আমি দায়িত্ব নেওয়ার পরই ট্রটের বিষয়টি জানতে পারি। এর আগেও সে তার সমস্যা কাটিয়ে ক্রিকেটে ফিরেছে। আশা করি ট্রট খুব দ্রুতই সমস্যা কাটিয়ে আবারও দলে যোগ দেবে।’
টিম ম্যানেজম্যান্টও একই কথা বলেছে। ম্যাচের তৃতীয় দিন শেষেই কোচ ও টিম ম্যানেজমেন্ট ট্রটের সঙ্গে কথা বলেছিলেন। তারপরই তারা তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে ট্রট বলেছেন ‘এই মুহুর্তে খেলার মতো অবস্থায় নেই। আমি অসুস্থ। সুস্থ হওয়াটাই এখন আমার প্রধান লক্ষ্য।’
তার আগে আরেক ইংলিশ ওপেনার ট্রেসকথিককেও মানুসিক অসুস্থতার কারণে ক্রিকেট থেকে বিদায নিতে হয়েছিল।
দেশের হয়ে ৪৯টি টেস্ট, ৬৮টি ওয়ানডে এবং ৭টি টোয়েন্টি২০ ম্যাচ খেলেছেন ট্রট।
(দিরিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২৬, ২০১৩)