দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট নিষিদ্ধ না হয়েও হরতাল-অবরোধ দিয়ে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। এগুলো রাজনৈতিক কার্যক্রম নয়। এই জোট এখন জঙ্গি সংগঠনে পরিণত হয়ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বঙ্গবন্ধু একডেমি আয়োজিত ‘বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তফসিল ঘোষণার প্রেক্ষিতে বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘৪৮ ঘণ্টা অবরোধ দিয়ে বিএনপি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছ।’

সোমবার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে অভিনন্দন জানিয়ে হাসান মাহমুদ বলেন, ‘সর্বদলীয় সরকার নির্বাচন করবে না। নির্বাচন করবে নির্বাচন কমিশন। সর্বদলীয় সরকারের কাজ হলো নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের তফসিল নিয়ে যদি বিরোধী দলের কোনো আপত্তি থাকে তবে তা নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে পারেন।’

মন্ত্রী সর্বদলীয় সরকার সম্পর্কে বলেন, ‘এখনও সময় আছে। সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করুন। আপনদের কোন মন্ত্রণালয় প্রয়োজন তা বলতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মন্ত্রনালয় দিতেও প্রস্তুত আছেন।

এ সময় তিনি নির্বাচন কমিশন মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে আচরণবিধি বেধে দিয়েছে তার জন্য সর্বদলীয় সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সাধুবাদ জানান।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ঢাকা মহনগর সভাপতি চিত্তরঞ্জন দাশের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, জাসদ ঢাকা মহানগর আহবায়ক মীর আখতার হোসেন, সাম্যবাদী দলের ঢাকা মহানগর আহ্বায়ক হারুন চৌধুরী প্রমুখ।

(দিরিপোর্ট/বিকে/এমসি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)